Title: কনসালটেন্ট
Company Name: BAVS ( Head Office)
Vacancy: --
Age: Na
Job Location: Dhaka
Salary: --
Experience:
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক পরিচালিত সহকারী সেবামূলক প্রতিষ্ঠান বিএভিএস হেড অফিস , ঢাকা ও নোয়াখালীর জন্য নিম্নোক্ত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
শর্তাবলীঃ
আগামী 02.05.2024 ইংরেজি থেকে 21.05.2024 ইংরেজি তারিখ দুপুর ১২.00 ঘটিকার মধ্যে ইমেইলে [email protected] অথবা ডাকযোগে প্রশাসক, বিএভিএস ৭/৫/১, বরবাগ, মেইন রোড, মিরপুর ২, ঢাকা ১২১৬,বরাবর দরখাস্ত পৌঁছাতে হবে।
উক্ত সময়ের পর প্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। অসম্পুর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
দরখাস্তের ঘামের উপর অথবা ইমেইলের সাবজেক্ট ঘরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
কেবলমাত্র নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ নিজ নাম, পিতা /স্বামীর নাম, মাতার নাম , বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, টেলিফোন /মোবাইল নাম্বার, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ পূর্বক আবেদন করতে পারবেন। সকল শিক্ষাগত যোগ্যতার এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।
যেকোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৪০১৫৮৮২৫০ নম্বরে সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত যোগাযোগ করা যাবে (বন্ধের দিন ব্যতীত)
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
৩৫৫০০-৩৭২৮০--৬৭০১০( ৬ ষ্ঠ গ্রেড)
উল্লেখ্য, নিয়োগপ্রাপ্ত হলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মাসিক মূল বেতনের সহিত বাড়ি-ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও শিক্ষাভাতা প্রাপ্ত হবেন । বাৎসরিক দুইটি উৎসব ভাতা ও নববর্ষ ভাতা, বাৎসরিক বর্ধিত বেতন, সিপিএফ, গ্র্যাচুইটি ও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন