Title: Lecturer (CSE & Civil)
Company Name: Sonargaon University
Vacancy: --
Age: Na
Job Location: Dhaka
Salary: Negotiable
Experience:
Published: 2024-12-01
Application Deadline: 2024-12-10
Education:
(A) The candidate must possess a CGPA of minimum 3.30 (in the scale of 4.00) in B.Sc. Eng. or equivalent degree in relevant branch of engineering from a recognized University/Institution.
(B) A candidate must possess a GPA of minimum 4.00 (out of 5.00) or 3.00 (out of 4.00) in SSC, HSC/Diploma or equivalent examinations. For teaching posts, 4-year Bachelor degree will be equivalent to 4-year Bachelor (Hons) degree.
শর্তাবলীঃ
(ক) আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সাথে অত্র ইউনিভার্সিটির ওয়েবসাইট www.su.edu.bd (Career Menu) হতে ডাউনলোডকৃত জীবন-বৃত্তান্তের ফরম, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ০২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও অভিজ্ঞতার সনদের (যদি থাকে) সত্যায়িত কপিসহ দাখিল করতে হবে।
(খ) আবেদনপত্রের সাথে “সোনারগাঁও ইউনিভার্সিটি” এর অনুকূলে যে কোন সিডিউল ব্যাংক হতে ৩০০/- (তিনশত) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার দাখিল করতে হবে।
(গ) আবেদনপত্র কুরিয়ার/ডাকযোগে/সরাসরি আগামী ১০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে রেজিস্ট্রার, সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ) ১৪৭/আই, গ্রীন রোড, ঢাকা-১২১৫ ঠিকানায় পৌঁছাতে হবে।
(ঘ) খামের উপর আবেদনকৃত পদের নাম ও বিভাগ অবশ্যই উল্লেখ করতে হবে।
(ঙ) যোগ্য/প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান টেলিফোন/এসএমএস এর মাধ্যমে জানানো হবে। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(চ) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনকারীকে সকল সনদ ও সংশ্লিষ্ট পত্রাদির মূল কপি সঙ্গে আনতে হবে।
(ছ) কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র/পে-অর্ডার ফেরত প্রদান করা হবে না।
(জ) অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে।
ইউনিভার্সিটির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।