Title: দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে সম্পূর্ণ অস্থায়ী (ঘন্টা ভিত্তিতে) অতিথি প্রশিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
Company Name: Sherpur Technical Training Center
Vacancy: 04
Age: Na
Job Location: Sherpur (Nakla)
Salary: Tk. 20000 - 30000 (Monthly)
Experience:
শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নকলা, শেরপুর এ বিএমইটি কর্তৃক পরিচালিত নিয়মিত কোর্স পরিচালনার জন্য অভিবাসী ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে সম্পূর্ণ অস্থায়ী (ঘন্টা ভিত্তিতে) অতিথি প্রশিক্ষক (মেশিন শপ প্রাকটিস, সুইং মেশিন অপারেশন/টেইলরিং এন্ড ড্রেসমেকিং, মোবাইল ফোন সার্ভিসিং ও অটোমোটিভ মেকানিক্স) পদে নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
১। সংশ্লিষ্ট টেকনোলজিতে বি,এস,সি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইইই/টেক্সটাইল) সনদধারি হতে হবে ও ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা /ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/অটোমোবাইল/পাওয়ার/ইলেকট্রনিক্স/টেক্সটাইল) সনদধারি হতে হবে ও ০৫ (পাচঁ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ।
২। National Tecnical & Vocational Framework (NTVQF) এর আওতায় সংশ্লিষ্ট অকুপেশনে Level-4 সনদধারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
সম্মানীঃ
ত্বাত্তিক ও ব্যবহারিক মিলে দৈনিক ০৫ টি এবং মাসিক সর্বোচ্চ ৯০ টি ক্লাশ। ভ্যাট ও ট্রাক্সসহ ত্বাত্তিক ক্লাশের জন্য ৪০০/- (চারশত) এবং ব্যবহারিক ক্লাশের জন্য ৩৫০/- ( তিনশত পঞ্চাশ টাকা) হারে সম্মানী প্রাপ্য হবেন।
শর্তাবলীঃ
১। আগ্রহী প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ( নাম, পিতার নাম, মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয়তা,জন্ম তারিখ, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ২৩/১০/ ২০২৫ খ্রিঃ তারিখে বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেল আইডি, মোবাইল নাম্বার) সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসমূহ সহ লিখিত আবেদন সহকারে ২৩/১০/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে অধ্যক্ষ, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নকলা, শেরপুর- এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস মাধ্যমে পৌঁছাতে হবে।
২। খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই লিখতে হবে।
৩। আবেদন পত্র গ্রহন/বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
৪। অসম্পূর্ণ, ক্রটিযুক্ত ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গন্য হবে।
৫। প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই বাছাইয়ের পর শুধুমাত্র যোগ্য প্রার্থীদের অনুক‚লে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচী অত্র কেন্দ্রের নোটিশ বোর্ড/মোবাইল এসএমএস/ই- মেইলের মাধ্যমে জানানো হবে।
৬। বাছাই পরীক্ষার সময়ে আবেদনপত্রের সাথে সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং বাছাই পরীক্ষায় অংশগ্রহে নর জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। ইহা কোন সরকারী চাকুরী নয়, ইহা চুক্তিভিত্তিক খন্ডকালীন অতিথি প্রশিক্ষক হিসাবে নিয়োজিতকরণ।
৮। বাজেট প্রাপ্তি সাপেক্ষে সম্মানীভাতা প্রদান করা হবে।
৯। জনবল নিয়োজিতকরণ সংক্রান্ত গঠিত বাছাই কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে।
১০। আবেদনকারীকর্তৃক দাখিলকৃত কোন তথ্য যে কোন পর্যায়ে ভুয়া/মিথ্যা প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
১১। সকল ক্ষেত্রে “ অভিবাসী ও দক্ষতা উন্নয়ন তহবিল ” নীতিমালা প্রযোজ্য হবে।
১২। কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োজিতকরণ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, বাতিল, স্থগিত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।