Title: SICIP প্রকল্পে অতিথি প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল) ও জবপ্লেসমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
Company Name: Sherpur Technical Training Center
Vacancy: 02
Age: Na
Job Location: Sherpur (Nakla)
Salary: Tk. 35000 - 40000 (Monthly)
Experience:
শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নকলা, শেরপুর এ Skill for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় পরিচালিত ০৪ (চার) মাস মেয়াদী (৩৬০ ঘন্টা) শর্ট কোর্সের জন্য অতিথি প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল) ও জবপ্লেসমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
অতিথি প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল) এর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
১। সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম বি,এস,সি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
২। বি,এস, সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে শিল্প কারখানা ও সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৫ (পাচঁ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে শিল্প কারখানা ও সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। মাস্টার ক্রাফটস-ম্যান/ফোরম্যান হিসাবে সংশ্লিষ্ট কাজে ১০ (দশ) বছরের শিল্প কারখানা অভিজ্ঞতা থাকতে হবে এবং তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
৫। সংশ্লীষ্ট অকুপেশনে/ট্রেডে স্কিল লেভেল সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অতিথি প্রশিক্ষক (ইলেকট্রিক্যাল) এর সম্মানীঃ
প্রকল্পের নিয়ম অনুযায়ী, মাসিক ৪৪,৪৪৪/- ( চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ) টাকা। ( ১০% হারে উৎসকর কর্তন করা হবে।)
জবপ্লেসমেন্ট অফিসার এর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
১। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট হতে যে কোন বিষয়ে মাস্টার্স/বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশসহ জবপ্লেসমেন্ট কাজে কমপক্ষে ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২। প্রশিক্ষণার্থীদের কর্মক্ষেত্রে চাকরী দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
৩। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
জবপ্লেসমেন্ট অফিসার এর সম্মানী ও যাতায়াত ভাতাঃ
প্রকল্পের নিয়ম অনুযায়ী, মাসিক ৩৩,৩৩৩/- ( তেতত্রিশ হাজার তিনশত তেতত্রিশ) টাকা। ( ১০% হারে উৎসকর কর্তন করা হবে।) ও মাসিক ৫,০০০/-( পাচঁ হাজার) টাকা যাতায়াত ভাতা প্রাপ্র্য হবেন।
শর্তাবলীঃ
১। আগ্রহী প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ( নাম, পিতার নাম, মাতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয়তা,জন্ম তারিখ, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ২৩/১০/২০২৫ খ্রিঃ তারিখে বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেল আইডি, মোবাইল নাম্বার) সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, চারিত্রিক সনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসমূহ স্বহস্তে লিখিত আবেদন সহকারে ২৩/১০/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে অধ্যক্ষ, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরাবর পৌঁছাতে হবে।
২। খামের উপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই লিখতে হবে।
৩। আবেদন পত্র গ্রহন/বাতিলের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
৪। অসম্পূর্ণ, ক্রটিযুক্ত ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গন্য হবে।
৫। প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই বাছাইয়ের পর শুধুমাত্র যোগ্য প্রার্থীদের অনুকুলে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচী অত্র কেন্দ্রের নোটিশ বোর্ড/মোবাইল এসএমএস/ই- মেইলের মাধ্যমে জানানো হবে।
৬। বাছাই পরীক্ষার সময়ে আবেদনপত্রের সাথে সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং বাছাই পরীক্ষায় অংশগ্রহে নর জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। ইহা কোন সরকারী চাকুরী নয়, ইহা চুক্তিভিত্তিক খন্ডকালীন হিসাবে নিয়োজিতকরণ।
৮। বাজেট প্রাপ্তি সাপেক্ষে সম্মানীভাতা প্রদান করা হবে।
৯। জনবল নিয়োজিতকরণ সংক্রান্ত গঠিত বাছাই কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য হবে।
১০। আবেদনকারীকর্তৃক দাখিলকৃত কোন তথ্য যে কোন পর্যায়ে ভুয়া/মিথ্যা প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
১১। সকল ক্ষেত্রে SICIP প্রকল্পের বিধি বিধানসূমহ প্রযোজ্য হবে।
১২। কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োজিতকরণ বিজ্ঞপ্তি সংশোধন, পরিবর্তন, বাতিল, স্থগিত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।