Title: অতিথি ভাষা প্রশিক্ষক (ইটালিয়ান ভাষা)
Company Name: Bureau of Manpower Employment and Training
Vacancy: 8
Age: Na
Job Location: Anywhere in Bangladesh
Salary: --
Experience:
ন্যূনতম এইচএসসি/সমমান পাশসহ ইটালিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-A2 পাশ থাকতে হবে।
ইতালিতে ৩ বছর বা অধিক সময় কাজের/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় ইটালিয়ান ভাষা প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। অধিক যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
জাপান, কোরিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে গমনেচ্ছুদের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি)/কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)/শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তরসমূহে জাপানিজ, কোরিয়ান, আরবি, জার্মান, ইটালিয়ান ও ইংরেজি ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োজিতকরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
অতিথি ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর ওয়েবসাইট www.bmet.gov.bd হতে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণপূর্বক শুধুমাত্র আবেদনপত্রের স্ক্যান কপি [email protected] ই-মেইলে বিজ্ঞাপন প্রকাশের তারিখ হতে আগামী ০৮-১২-২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, ভাষাগত দক্ষতা ও অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রের অনুলিপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি মূল আবেদনপত্রের সাথে সংযুক্ত করে লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কাউন্টারে জমা দিতে হবে। উল্লেখ্য, ই-মেইলে প্রেরণকৃত আবেদনপত্রের সাথে কোন সনদপত্র সংযুক্ত করার প্রয়োজন নাই।
ঘন্টা প্রতি সম্মানীর হার:
প্রতি ঘন্টা ৮০০/-(আটশত) টাকা
দায়িত্ব পালন সাপেক্ষে প্রতি কার্য দিবসে সর্বোচ্চ ৪ ঘন্টার সম্মানী ভাতা প্রাপ্য হবে।