Job Description
Title: টেকনিক্যাল অফিসার - নিউট্রিশন
Company Name: Unnayan Prochesta
Vacancy: 01
Age: Na
Job Location: Satkhira
Salary: Tk. 52500 (Monthly)
Experience:
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): NGO
Published: 2025-11-06
Application Deadline: 2025-11-13
Education: - Bachelor of Science (BSc) in Food & Nutrition
- Bachelor of Science (BSc) in Food Science & Technology
- Bachelor of Public Health
Requirements: - At least 1 year
- The applicants should have experience in the following business area(s): NGO
Skills Required: Nutrition,Nutritionist
Additional Requirements: Responsibilities & Context: - PPEPP প্রকল্প সহযোগী সংস্থার পর্যায়ে পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন ও কারিগরি সহায়তা প্রদানের জন্য দায়িত্ব পালন করবেন।
- টিও-নিউট্রিশন প্রকল্পের আওতাভুক্ত ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম এবং সদস্যদের পুষ্টি ও স্বাস্থ্য সংক্রান্ত সকল কার্যক্রম তদারকি করবেন। উপজেলা পর্যায়ের টি আই/ফ্যাসিলিটেটরদের সরাসরি তত্ত্বাবধান করবেন এবং ইউনিয়ন পর্যায়ের টি আই/এফসিলিটেটরদের প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করবেন। টিও-নিউট্রিশন প্রকল্পের প্রধানত কারিগরি দিক তত্ত্বাবধান করবেন।
- প্রকল্পের আওতাভুক্ত প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং মাঠ পর্যায়ে পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কারিগরি সহায়তা প্রদান করবেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে মা ও শিশু ফোরাম পরিদর্শন করবেন। সামাজিক ভিত্তিতে প্রতিটি ইউনিয়নে কিশোর/কিশোরী ক্লাব পরিদর্শন করবেন।
- উপজেলা ভিত্তিক মাসে ১ বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিস পরিদর্শন করবেন এবং প্রকল্প সদস্যদের সেবা প্রাপ্তির সুবিধা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সমন্বয় করবেন। প্রকল্প সাইট অফিসারের সহায়তায় স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সুবিধা প্রাপ্তিতে সহায়তা প্রদান করবেন।
- প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন মাঠ পর্যায়ে পুষ্টি কার্যক্রমের কারিগরি সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন সভা/পর্যালোচনা/তথ্য সংগ্রহ/প্রশিক্ষণ প্রদান। কার্যক্রমের তদারকি ও ফলাফল পর্যালোচনা সহায়তা করা।
- প্রকল্পের আওতাভুক্ত কার্যক্রমে এফটিও নিউট্রিশন এবং ফ্যাসিলিটেটরদের দায়িত্ব বণ্টন করবেন। তারা মাঠপর্যায়ে তাদের দায়িত্ব পালন করছে কি না তা পর্যবেক্ষণ করবেন এবং প্রকল্প সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট প্রকল্প কার্যক্রম বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করবেন।
- প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে জাতীয় পুষ্টি কার্যক্রম (এনএনপি) জেলা, উপজেলা, সম্প্রসারণ এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাথে যোগসূত্র রক্ষা করে সময়মতো সদস্য এবং প্রকল্পের কর্মীদের উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্ত পরিবার ও সম্প্রদায় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করবেন।
- অন্তর্ভুক্ত সদস্যদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে লাইভলিহুড টিমের সাথে সমন্বয় এর মাধ্যমে অন্তর্ভুক্ত সদস্যদের পুষ্টি বাগান, প্রাণিসম্পদ ও মৎস্য সম্পর্কিত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবেন। পারিবারিক পুষ্টি সংক্রান্ত সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবারের খাদ্যের বৈচিত্র্য আনয়ন পূর্বক পুষ্টি নিশ্চয়তায় অবদান রাখবেন।
- মাঠ পর্যায়ে এফটিও নিউট্রিশন এবং ফ্যাসিলিটেটরদের মাধ্যমে অন্তর্ভুক্ত পরিবার ও সংশ্লিষ্ট কমিউনিটিতে পুষ্টি এবং স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য ক্যাম্প, স্যাটেলাইট ক্লিনিক, স্ট্যাটিক ক্লিনিক, আই ক্যাম্প, ডেন্টাল ক্যাম্প আয়োজন করবেন।
- অন্তর্ভুক্ত পরিবারের নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও পরিবারের পরিবেশ পরিচ্ছন্নতা, বিহেভিয়ার চেঞ্জ/যোগাযোগ কার্যক্রম এবং আচরণ পরিবর্তন বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে পরিবারের সদস্যদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা। এনএনপি, কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুবিধা গ্রহণ নিশ্চিত করবেন।
- বিশেষ সেবাগ্রহণকারীর মধ্যে ১০০০ দিন বয়স পুষ্টি ও স্বাস্থ্য সেবা, গর্ভবতী এএনসি, গর্ভবতী পিএনসি, নবজাতক ও প্রসূতির খাদ্যতালিকায় পুষ্টি, শিশুর খাদ্যের পুষ্টি (আইসিএফ), কৈশোর মেয়ে, প্রজননক্ষম নারী (১৫-৪৯ বছর বয়স) পুষ্টি এবং বয়সভিত্তিক পুষ্টি সেবার প্রাপ্তি নিশ্চিত করা।
- সংস্থা অনুমোদিত পিকেএসএফ থেকে প্রাপ্ত ও প্রাথমিক অনুমোদন প্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সময়মতো কার্যক্রম সম্পন্ন করা।
- পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ পরিকল্পনা, প্রশিক্ষণ ও মাসিক কার্যক্রম তৈরি করে পিকেএসএফ/প্রধান কার্যালয়ের অনুমোদন গ্রহণ করা।
- প্রশিক্ষণার্থী/সদস্যদের প্রশিক্ষণ চাহিদা নির্ধারণ, প্রশিক্ষণ সিডিউল তৈরি, প্রশিক্ষণ তদারকি এবং প্রশিক্ষণ ফলাফল ব্যবহারের ক্ষেত্রেও ভূমিকা রাখা।
- ইউনিয়ন/উপজেলা/জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের মাঠকর্মীদের সহযোগিতার সাথে যোগাযোগ রক্ষা এবং মাসিক মিটিং আয়োজন ও অংশগ্রহণ করা।
- স্থানীয় পুষ্টি সচেতনতামূলক সভা/সেমিনার/প্রশিক্ষণ ও অংশগ্রহণ করা।
- প্রয়োজনীয় উদ্ভাবনী ব্যবস্থাপনার মাধ্যমে পুষ্টি সেবার মানোন্নয়নে সহযোগিতা করা।
- জীবিকাবৃদ্ধি কার্যক্রমের কর্মকর্তাদের সাথে যৌথভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা এবং ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে প্রকল্পের প্রভাব মূল্যায়ন করা।
- সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সময়মতো মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
- পিকেএসএফ থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী মাঠকর্মীদের কার্যক্রম তদারকি করা এবং সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রক্ষা করা।
- সংস্থার সংবিধি কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা।
Job Other Benifits: Employment Status: Contractual
Job Work Place: Work at office
Company Information: Gender: Male and Female can apply
Read Before Apply: Please apply only who are fulfilling all the requirements of this job
Category: NGO/Development