নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SAILOR & MODC (NAVY) | Join Navy

Job Description

SAILOR & MODC (NAVY) ADMISSION B-2025 BATCH

নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৫ ব্যাচে ভর্তি নেওয়া হবে। তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ! আপনিও এ সুযোগ গ্রহন করুন। বাংলাদেশ নৌবাহিনী ০৯ টি পদে মোট ৪০০ জনকে নিয়োগ নেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদ সংখ্যা: ২৮৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান (মাদ্রাসা (বিজ্ঞান) ও ভোকেশনাল), জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

পদের নাম: পেট্রোলম্যান
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: রাইটার
পদ সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: স্টোর
পদ সংখ্যা: ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: মেডিকেল
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: কুক
পদ সংখ্যা: ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: স্টুয়ার্ড
পদ সংখ্যা: ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: টোপাস
পদ সংখ্যা: ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।

পদের নাম: এমওডিসি (নৌ)
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি (৫’-৬”) হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি (৫’-৮”) ও অন্যান্য শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’-৪”) হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় (পুরুষ ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি) হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ০১ জুলাই ২০২৫ তারিখে নাবিকের ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি  (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (joinnavysailor.org) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আবেদনের শুরু সময়: আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে নিচের চিএটি দেখুন।

বিস্তারিত জানতে যোগাযোগ

পরিচালক

পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর

নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩

ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫

হেল্পলাইন: ০১৭৬৯-৭০২২১৫

ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Post Related Things: সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নিয়োগ বিজ্ঞপ্তি 2025, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৫, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২5, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2025, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা, সাপ্তাহিক চাকরির পত্রিকা

Apply Now

সরকারি চাকরি

Browse All Gov Jobs

নাটোর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Natore DC Office Job Circular 2025

View

পুলিশ সুপার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি Police Super Office Job Circular 2025

View

সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DOGA Job Circular 2025

View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি DSCC Job circular 2025

View

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি Sainik Recruitment Circular 2026

View

ঢাকা মশক নিবারণী দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DMCO Job Circular 2025

View

জনস্বাস্থ্য ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি IPH Job Circular 2025

View

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় চাকরির খবর BJSC Job circular 2025

View

সিভিল সার্জন এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Civil Surgeon Office Job Circular 2025

View

স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি LGD Job Circular 2025

View