মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2018

Job Description

বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ২৪২ টি পদে দেশব্যাপী বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে । পদভেদে অষ্টম শ্রেণী/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমাঃ ০১/০১/২০১৮ সকাল ১০:০০ ঘটিকা হতে ৩১/০১/২০১৮ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

পদের নাম , বেতন ও পদ সংখ্যা:

১)হিসাব রক্ষক = ৳১২৫০০ – ৩০২৩০/- = ১২ টি।

২)সহকারী প্রসিকিউটর = ৳১২৫০০ – ৩০২৩০/- = ২ টি।

৩)উপ-পরিদর্শক = ৳১২৫০০ – ৩০২৩০/- = ৯ টি।

৪)গবেষণা তথ্য সংগ্রহকারী = ৳১১৩০০ – ২৭৩০০/- = ১ টি।

৫)সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর = ৳১১০০০ – ২৬৫৯০/- = ৪ টি।

৬)গাড়ীচালক = ৳৯৭০০ – ২৩৪৯০/- = ৪৬  টি।

৭)অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক = ৳৯৩০০- ২২৪৯০ =২৮ টি।

৮)টেলিফোন অপারেটর = ৳৯৩০০- ২২৪৯০/- = ৩ টি।

৯)সিপাই = ৳৯০০০- ২১৮০০/- = ১০১ টি।

১০)ওয়ারলেস অপারেটর = ৳৮৮০০ – ২১৩১০/- = ৩০টি।

১১)নিরাপওা প্রহরী = ৳৮২৫০- ২০০১০/- = ৪ টি।

১২)পরিচ্ছন্নতা কর্মী = ৳ ৮২৫০ – ২০০১০/- = ২ টি।

বয়স সীমা: সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা পুএ- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

১)হিসাব রক্ষক = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যুন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী সম্পন্ন এবং হিসাব ক্ষেত্রে অন্যুন ৩ বছরের অভিজ্ঞতা।

২)সহকারী প্রসিকিউটর = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী। উচ্চতা :- পুরুষ ৫ ফুট ৬”, মহিলা ৫ ফুট ২”। বুকের মাপ:- উভয় ক্ষেত্রে ৭৮ সেঃ মিঃ, ৮২ সেঃ মিঃ (সম্প্রসারিত)। ওজন:- পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি। অবিবাহিত হতে হবে।

৩)উপ-পরিদর্শক = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন স্নাতক ডিগ্রী।

৪)গবেষণা তথ্য সংগ্রহকারী = কোন স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে অন্যুন ২য় বিভাগে স্নাতক ডিগ্রী। গভেষণা কাজে অভিজ্ঞতা।

৫)সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস। প্রতি মিনিটে টাইপের গতি বাংলায় ৫০ ও ইংরেজীতে ৮০ টি শব্দ  এবং বাংলায় ২৫ ও ইংরেজীতে ৩০ শব্দ পারা প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

৬)গাড়ীচালক = অন্যূন ৮ম শ্রেণী পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার দক্ষতা থাকতে হবে। যানবাহন  মেরামত সংক্রান্ত প্রশিক্ষন প্রাপ্ত হলে অগ্রাধিকার দেয়া হবে।


৭)অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। বাংলা ও ইংরেজী প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ টাইপ করার গতি হতে হবে।

৮)টেলিফোন অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।

৯)সিপাই = কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।  উচ্চতা :- পুরুষ ৫ ফুট ৬”, মহিলা ৫ ফুট ২”। বুকের মাপ:- উভয় ক্ষেত্রে ৭৮ সেঃ মিঃ, ৮২ সেঃ মিঃ (সম্প্রসারিত)। ওজন:- পুরুষ ৫০ কেজি, মহিলা ৪৬ কেজি।

১০)ওয়ারলেস অপারেটর = কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস।

১১)নিরাপওা প্রহরী = অন্যূন অষ্টম শ্রেণী পাস এবং অবশ্যই শারিরীক যোগ্যতা থাকেতে হবে।

১২)পরিচ্ছন্নতা কর্মী = অষ্টম শ্রেণী পাস।

আবেদন করতে হবে অনলাইনে http://dnc.teletalk..com.bd এই ওয়েবসাইটে।

এই বিষয়ে আরও তথ্য জানতে হলে www.dnc.gov.bd  এই ওয়েবসাইটে যেতে পারেন।

Apply Now

সরকারি চাকরি

Browse All Gov Jobs

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি NIB Job circular 2026

View

এনজিও বিষয়ক ব্যুরো নিয়োগ NGO Affairs Bureau Job Circular 2026

View

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি BSRI Job Circular 2026

View

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন নিয়োগ BSTI Job circular 2026

View

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি BBAL Job Circular 2026

View

বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি Khulna Div Job Circular 2026

View

প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরির বিজ্ঞপ্তি DLS Job Circular 2026

View

বাংলাদেশ ব্যাংক নিয়োগ Bangladesh Bank Job Circular 2026

View

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি FRC Job circular 2026

View

সিলেট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ Sylhet DC office Job 2026

View