৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি BCS Circular 2024 

Job Description

৪৭তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ – 47th BCS Circular 2024: ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৭তম বিসিএসে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। ক্যাডারে ৩,৪৮৭ জন, নন-ক্যাডার ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে মোট ক্যাডার ও নন ক্যাডার সংখ্যা:

  1. প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন।
  2. পুলিশ ক্যাডারে ১০০ জন।
  3. কৃষি ক্যাডারে ১৬৮ স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জনে ১৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০) ১৩৬১ জন।
  4. কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩ জন।
  5. বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯ জন।
  6. সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯ জন।
  7. সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৭ জন।
  8. পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইন্সট্রাক্টরের পদ ১২ জন।
  9. নন-ক্যাডারে পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১ জন।
  10. দশম গ্রেডের পদ ১৫৪ জন।
  11. ১২তম গ্রেডের পদ ৬ জন।

প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৪ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

প্রার্থীরা অনলাইনে www.bpsc.gov.bd ওয়েবসাইটের বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি লাগবে ১০০ টাকা।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন:

বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিম্নে Download বাটনে ক্লিক করুন:

৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪-47th Bcs Circular 2024Download

আপনার কোন বিষয়ে প্রশ্ন বা জানার আগ্রহ থাকলে নিচের Ask বাটনে ক্লিক করে প্রশ্ন করতে পারবেন।

Ask

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Apply Now

সরকারি চাকরি

Browse All Gov Jobs

নাটোর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Natore DC Office Job Circular 2025

View

পুলিশ সুপার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি Police Super Office Job Circular 2025

View

সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DOGA Job Circular 2025

View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি DSCC Job circular 2025

View

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি Sainik Recruitment Circular 2026

View

ঢাকা মশক নিবারণী দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DMCO Job Circular 2025

View

জনস্বাস্থ্য ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি IPH Job Circular 2025

View

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় চাকরির খবর BJSC Job circular 2025

View

সিভিল সার্জন এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি Civil Surgeon Office Job Circular 2025

View

স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি LGD Job Circular 2025

View