কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো – যদি আপনি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এ ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন তাহলে সঠিক পোস্টে ক্লিক করেছেন। আজকের এই আর্টিকেলে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা যায়। ইউটিউব চ্যানেল এর মাধ্যমে বড় বড় চ্যানেল গুলো প্রতিমাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। টাকা ছাড়াও নিজেদের ব্রান্ড তৈরি করছেন যার ফলে তারা সবার কাছে সেলিব্রেটি হিসেবে পরিচিতি লাভ করছেন।
কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এ ব্যাপারে কমবেশি অনেকেরই ইন্টারেস্ট রয়েছে। ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্য মূলত টাকা ইনকাম করা অথবা নিজেকে সেলিব্রেটি তৈরি করা। ইউটিউব থেকে টাকা ইনকাম এমন একটি পার্টটাইম জব যেটা সবথেকে আরামদায়ক এবং স্বাধীন কাজ।
ইউটিউবে যারা কাজ করে তারা নিজ স্বাধীনভাবে কাজ করে থাকেন। যখন মনে চায় তখন ভিডিও তৈরি করে আপলোড করেন, আবার যখন মনে চায় না তখন ভিডিও বানান না। চলুন জেনে নেই কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ২০২৫ – কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো – কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়
ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনাকে কিছু নিয়ম মেনে সতর্কতার সাথে কাজ করতে হবে। প্রথমেই আপনাকে ফ্রেশ একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি চাইলে পুরাতন যেকোন জিমেইল দিও ইউটিউব চ্যানেল খুলতে পারেন। তবে নতুন একটা জিমেইল খুলে সেই জিমেইল দিয়ে চ্যানেল খুলে ভালো হয়।
যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন সেই জিমেইলের পাসওয়ার্ড এবং ইমেইল খুব যত্ন সহকারে মনে রাখবেন বা কোন ডাইরিতে লিখে রাখবেন। কারণ আপনার এই জিমেইল যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাবে। তাই সেই জিমেইল কাউকে দেখাবেন না এবং পাসওয়ার্ড যেন কেউ না জানে।

ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্ব প্রথমে আপনি youtube অ্যাপটি প্লে স্টোর থেকে থেকে ইনস্টল করবেন যদি ইনস্টল না থাকে।
এবার youtube অ্যাপস ওপেন করুন, তারপর আপনি যে জিমেইল ইউটিউব চ্যানেল খুলতে চান সেটা ইউটিউবের লগইন আছে কিনা চেক করুন।
চেক করার জন্য উপরে কর্নারে লোগো অপশনে ক্লিক করলে সেই জিমেইল টা দেখা যাবে। যদি সেই জিমেইল টা না হয় তাহলে পাশেই Arrow অপশন থাকে সেখানে ক্লিক করে যে মেইল টা চেঞ্জ করে নিতে পারেন।
এবার আপনি লোগো অপশনে ক্লিক করার পর “Your Channel” অপশনে ক্লিক করুন।


এবার আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম কি দিবেন সেটা আগে থেকে সিলেক্ট করবেন। এবার “Name” অপশনে ক্লিক করে সে নামটি লিখে “Save” করুন।
তারপর “Create Channel” অপশনে ক্লিক করে দিলে আপনার চ্যানেল খোলা হয়ে যাবে।

তারপর আপনাকে চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সেখানে আপনি কলম অপশনে ক্লিক করে চ্যানেলের একটি সুন্দর লোগো ও চ্যানেল ব্যানার আপনার গ্যালারি থেকে আপলোড করে দিবেন। এভাবে খুব সহজেই একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন
ইউটিউব চ্যানেল তো খুলে ফেললেন এবার ভিডিও আপলোড কিভাবে করবেন? চলুন দেখে নেবে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ২০২৫ – কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়।

- প্রথমে ইউটিউব অ্যাপসটি ওপেন করুন, তারপর প্লাস (+) অপশনে ক্লিক করুন।
- এবার “Upload Video” অপশনে ক্লিক করে গ্যালারি থেকে কাঙ্খিত ভিডিওটি সিলেক্ট করুন।
- তারপর “Next” অপশন এ ক্লিক করে টাইটেলে আপনি ভিডিও টাইটেল লিখুন। (টাইটেল হলো ভিডিও শিরোনাম)
- এবার আপনি থামলেন আপলোড দিতে পারবেন না। এর জন্য আপনার চ্যানেল ভেরিফাই করতে হবে। থামলেন আপনি পরেও আপলোড দিতে পারবেন।
- চাইলে ছোট করে ডেসক্রিপশন লিখতে পারেন।
- সবশেষে “Next” অপশনে ক্লিক করে আপলোড করে ফেলুন। ভিডিও আপলোড হতে একটু সময় লাগবে আপনার ভিডিও সাইজ অনুযায়ী।
ইউটিউব চ্যানেল সেটিং | ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করবেন
ইউটিউব চ্যানেল ভেরিফাই না করলে আপনি বিশেষ কিছু সুবিধা পাবেন না। চ্যানেল ভেরিফাই না করলে যে সমস্যা গুলো দেখা যাবে তা হলঃ
- কাস্টম কোন থাম্বেল ভিডিও এড করতে পারবেন না।
- লাইভ স্ট্রিম করতে পারবেন না।
- কনটেন্ট ক্লাইম আপিল করতে পারবেন না।
চ্যানেল ভেরিফাই করার জন্য নিচে পদক্ষেপ গুলো মনোযোগ সহকারে অনুসরণ করুন ঃ
সর্বপ্রথমে google chrome ব্রাউজার অথবা যে কোন একটি ব্রাউজার ওপেন করে সার্চ করুন studio.youtube.com.
তারপর “CONTINUE TO STUDIO” অপশনে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন আপনার ওই চ্যানেলটি লগইন হয়েছে কিনা।
তারপর নিচে সেটিংস আইকোন এ ক্লিক করে “Channel”অপশনে ক্লিক করুন।

এবার “Feature Eligibility” অপশনে ক্লিক করে নিচে স্ক্রল করে দুই নাম্বার অপশন “Intermediate feature” দেখবেন।

তার পাশে “Eligible” অপশনে ক্লিক করলে “verify phone number” অপশন আসবে। সেখানে ক্লিক করলে আপনি আপনার ফোন নাম্বার দিন। তারপর আপনার ফোনে একটা এসএমএস আসবে সেটা দিলেই আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে।
ইউটিউবিং করার জন্য কোন কোন এন্ড্রয়েড অ্যাপস দরকার হয়
ভিডিও এডিটিং এপ – Kinemaster/Capcut/Power director/Inshort
ভিডিওর ভয়েস এডিট এপ – Dolby on
থাম্বেল এডিটিং অ্যাপ – Pixellab/PicsArt
চ্যানেলকে কন্ট্রোলের জন্য – Yt Studio
ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়
ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে হবে। আর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার শর্ত হলো আপনাকে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে যেকোনো এক বছরের ভিতর।
এটা পূরণ হয়ে গেলে ইউটিউব এর কাছে আবেদন করতে হয় মনিটাইজেশনের জন্য। তারপর তারা চেক করে দেখেন, সব ঠিক থাকলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করে দেয়। তখন আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড আসে সেই অ্যাডের মাধ্যমে আপনার ইনকাম হয়।
তাছাড়া আপনি স্পন্সরশিপ এর মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। যখন আপনার ইউটিউব চ্যানেল অনেক বড় হবে তখন আপনি অন্য কারো বা কোন কোম্পানির অ্যাপস, ওয়েবসাইট, এবং প্রোডাক্ট বা সার্ভিস আপনার ভিডিওর মাধ্যমে প্রমোট করিয়ে তাদের কাছ থেকে টাকা ইনকাম করতে পারবেন।
অন্য পোস্ট পড়ুন-
ইউটিউব ভিডিও ভাইরাল করার উপায়
উপসংহার
বন্ধুরা আশা করছি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ২০২৫ – কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় তা পরিপূর্ণ জানতে পেরেছেন। নতুন ইউটিউব চ্যানেল খুলে আপনি চাইলে নিজের পরিচিত কে বাড়াতে পারেন এবং নিজের ব্রান্ড তৈরি করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনাকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে ইউটিউবে।
এখানেই শেষ নয়, ইউটিউবে কাজ করতে হলে আপনাকে আরো অনেক বিষয় জানতে হবে যেগুলো আর্টিকেলে লেখা সম্ভব নয়। এর জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন এবং সেখানে অনেক বড় বড় মানুষ আছে যারা এ বিষয়ে হাতে কলমে আপনাকে শিখিয়ে দিবে। প্রত্যেকটা বিষয়ে আপনারা youtube থেকে শিখতে পারবেন।