ইসলামিক ঈদ স্ট্যাটাস ও ফেসবুক স্ট্যাটাস, গভীর প্রেমের কবিতা

বিশ্বের প্রতিটা মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধর্মীয় উৎসব হচ্ছে দুটি ঈদ। একটি হচ্ছে রমজানের পর ঈদুল ফিতর আর একটি হচ্ছে কুরবানীর পবিত্র ঈদুল আযহা। একটি বছর প্রত্যেক মুসলমান এই দুটি ধর্মীয় উৎসব পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই ঈদ উপলক্ষে প্রিয়জন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিবারকে সকলেই ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকেন।

তাই অনলাইনে এসে হাজারো ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদ নিয়ে বিভিন্ন স্ট্যাটাসের পাশাপাশি ইসলামিক ঈদ স্ট্যাটাস অনুসন্ধান করে থাকেন। আর এই ঈদ নিয়ে ইসলামিক স্ট্যাটাস গুলো আজকের আলোচনায় বছরের সেরা এবং বাছাই করা উল্লেখ করা হয়েছে। যে status এর মাধ্যমে স্পষ্ট হাদিসের কথা এবং ঈদের আনন্দের কথা উল্লেখ করা হয়েছে। তাই অন্যকে শুভেচ্ছা জানানোর জন্য ইসলামিক স্ট্যাটাস এখান থেকে সংগ্রহ করুন।

ইসলামিক ঈদ স্ট্যাটাস

মানুষ বিভিন্নভাবে ঈদ উপলক্ষে একে অপরের মাঝে ঈদের কথা শেয়ার করে থাকেন। ফেসবুকে সুন্দর একটি কথা স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করে থাকেন। তবে প্রত্যেক মুসলমানের উচিত ইসলামিক এই ধর্মীয় উৎসবগুলোতে ইসলামিক কথা উল্লেখ করে একে অপরের মাঝে শেয়ার করা। অনেক ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন যারা ইসলামিক ঈদ স্ট্যাটাস অনুসন্ধান করছেন।

যে ইসলামিক স্ট্যাটাস গুলোতে রাসূলুল্লাহ সাঃ এর বিভিন্ন হাদিস উল্লেখ করা হয়েছে। যে স্ট্যাটাসে স্পষ্ট ঈদের গুরুত্ব ও ঈদের আনন্দের কথা উল্লেখ করা হয়েছে। এবং এই ইসলামিক স্ট্যাটাসগুলো গরীব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্যের কথা স্পষ্ট জানিয়ে থাকে। তাই মন মাতানো হাদিসে ভরপুর ইসলামিক ঈদ নিয়ে স্ট্যাটাস সংগ্রহ করুন এই পোস্ট থেকে।

চাঁদ দেখা গেছে! ঈদের আনন্দে মুখরিত দেশ।
ঈদের আলিঙ্গন, ঈদের শুভেচ্ছা, ঈদের আনন্দে ভরে উঠুক সকলের জীবন।

ঈদে তুমি তোমার মা’কে খুশি রাখো।
আল্লাহ তোমাকে খুশি রাখবেন।
-হযরত মুহাম্মদ (সঃ)

নতুন জামাকাপড়, মিষ্টির স্বাদ, ঈদের নামাজ,
সকলের জন্য ঈদের আনন্দে ভরে উঠুক এই দিন।

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,
রোজা অন্ধাকার কবর। ঈদের শুভেচ্ছা ইসলামিক মেসেজ

আত্মীয়-স্বজনের সাথে মিলিত হওয়ার আনন্দ,
ঈদের দিনটি হোক সকলের জন্য আনন্দের দিন।

আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
ঈদ মোবারক”

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের জীবনে
ঈদের আনন্দে ভরে উঠুক সকলের মন, ঈদের শুভেচ্ছা।

পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি,
নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান
সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

ঈদের অগ্রিম শুভেচ্ছা ইসলামিক স্টাটাস

প্রত্যেক মুসলমান ঈদের দিন নতুন পোশাক পড়ে থাকেন, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছে সালামি চেয়ে থাকেন। আশেপাশের গরিব-দুঃখী এবং অসহায় মানুষদেরকে সাহায্য করে থাকেন। এবং বিভিন্ন বিষয় নিয়ে ঈদ উপলক্ষে আনন্দ উল্লাস করে থাকেন।

তবে ঈদের আনন্দের মধ্যে অন্যতম একটি আনন্দ হচ্ছে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো। তাই বাংলাদেশে আগামী ১২ ই এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যারা অগ্রিম শুভেচ্ছা জানাতে চাচ্ছেন। তারা এখান থেকে চাইলে ঈদের অগ্রিম শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন।

“ঈদ আনন্দের দিন, ঈদ ত্যাগের দিন,
ঈদ ভালোবাসার দিন।” – হযরত মুহাম্মদ (সাঃ)

ঈদের আলিঙ্গন, ঈদের শুভেচ্ছা,
ঈদের আনন্দে ভরে উঠুক সকলের জীবন।

নতুন জামাকাপড়, মিষ্টির স্বাদ, ঈদের নামাজ,
সকলের জন্য ঈদের আনন্দে ভরে উঠুক এই দিন।

আত্মীয়-স্বজনের সাথে মিলিত হওয়ার আনন্দ,
ঈদের দিনটি হোক সকলের জন্য আনন্দের দিন।

ঈদের আনন্দে ভাগ বসুক সকল অভাবী ও দুস্থদের।

জীবনে অনেক বড় বড় ভুল করেছি,
অথচ কখনো অন্য কারো হাত কা*টার কারন হয়ে উঠিনি,
আর নিজেও কাটিনি !!” ~ঈদ মোবারক~

“ঈদ হল আল্লাহর রহমতের দিন।” – হযরত আলী (রাঃ)

মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন,
কাপড় চোপড় কিনে নিন, গরীব দুখির খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন,
ঈদ মোবারক এর শুভেচ্ছা।

চাঁদের আলোয় ঝলমল করছে মন,
ঈদের আনন্দে ভরে উঠুক দেশ।

” হা*রামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে,
হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা
~ঈদ মোবারক~

এসে গেছে পবিত্র ঈদুল ফিতর,
বিদায় মাহে রমজান।
সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা

ঈদ নিয়ে ফেইসবুক স্ট্যাটাস ২০২৫

বাংলাদেশের বেশিরভাগই নাগরিক ঈদ উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন। ঈদের শুভেচ্ছা বার্তা এবং অন্যকে শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকেন। যে স্ট্যাটাস এর মধ্য দিয়ে ঈদ উপলক্ষে দাওয়াত, ঈদ উপলক্ষে বিভিন্ন হাদিস শেয়ার করে থাকেন। তাই আপনারা যারা ঈদ নিয়ে ইসলামিক ফেসবুক স্ট্যাটাস অনুসন্ধান করছেন তারা নিচে থেকে সংগ্রহ করুন।

“ঈদ হল ত্যাগের দিন।” – হযরত আবু বকর (রাঃ)

আজ খুশির বাধ বেঙেছে । উঠছে ঈদের চাদ ।
ঘুম নাইরে ঘুম নাইরে আজ সারা রাত ।
গাছে গাছে নতুন কলি ফুটবে এবার ফুল ।
সবার জন্য রইল আমার ঈদের আমন্ত্রন ।
ঈদ মোবারাক

আকাশে উঠেছে নতুন চাদ, দিলাম তোমায় ঈদ এর দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে, না আসলে আনবো ধরে।
তাতেও যদি না আসতে চাও, এসএম এস দিয়ে
ঈদ মোবারক” জানাও

ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি ভালবাসি,
নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ
শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

ঈদ মানে আকাশে নতুন চাঁদ
ঈদ মানে নতুন কিছু চাওয়া পাওয়ার সাধ
এই ঈদ মানে মেহেদি রাঙ্গা হাত
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত ।
ঈদ মোবারাক

পৃথিবী জুড়ে চলছে ইদের উৎসব
ইদ মানে আনন্দ,ইদ মানে খুশি।
ইদ মানে হাজার কষ্টের মাঝেও,,,,
একটুখানি হাসি ইদ মোবারক।

আমার হ্রদয়ের অন্তস্থল থেকে……
সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
,,,,,,,,,,,,,,,ঈদ মোবারক,,,,,,,,,,,,,

ভোর হলো দুর চোখ খুলে দেখরে
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা
ঈদ মোবারক….

কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু

***মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
ঈদ মোবারক!***

ইসলামিক ঈদ মোবারক স্ট্যাটাস ২০২৫

পবিত্র ঈদ এসে উপস্থিত হলে আমরা একে অপরকে ঈদ মোবারক জানিয়ে থাকি। এ বিশেষ করে ঈদের নামাজ শেষে আমরা এক মুসলমান অন্য মুসলমানের সাথে কোলাকুলি করে ঈদ মোবারক জানিয়ে থাকি। ঈদের গুরুত্ব এবং ঈদের দিনের আনন্দ ঈদ মোবারক কথাটির দ্বারা শেয়ার করে থাকি। তবে ঈদ আসার পূর্বে যারা ইসলামিক কথার দ্বারা ঈদ মোবারক স্ট্যাটাস সংগ্রহ করতে চাচ্ছেন তারা নিচে লক্ষ্য করুন।

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কা*টাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে,
সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
ঈদ মোবারাক

দূরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে, নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে। ঈদ মোবারাক

নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।

ঈদে তুমি তোমার মা’কে খুশি রাখো।
আল্লাহ তোমাকে খুশি রাখবেন।
-হযরত মুহাম্মদ (সঃ

এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান।
কি করে দিবো আমি তার প্রতিদান।
ক্ষমার আশায় আজও আমি
তুলি দুই হাত
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।

মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি ১ দিন,
আসবে সবার খুশির দিন, গরু ছাগল কিনে নিন,
নতুন জামা, নতুন শাড়ি, দাওয়াত রইলো আমার বাড়ি

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।
ঈদের শুভেচ্ছা ইসলামিক মেসেজ

মোনাজাত করতেই থাকবেন,
একদিন না একদিন মহান আল্লাহ আপনাকে সফলতা উপহার দিবেন!ইনশাআল্লাহ !
~ঈদ মোবারক~

কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলিঈদ মোবারাক বন্ধু।

নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে , দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে, ✺ঈদ মোবারাক।✺

ঈদ এর দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
অনেক কথা জমা আছে, বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোনদিন পাবেনা তুমি আমার দেখা

ঈদের ইসলামিক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫

কিছু কথা না বলে থেকে যায়, আবার কিছু ভাষা বর্ণহীন হয়ে যায়। তবে ঈদের দিন সকল কিছু ভুলে একে অপরকে মন খুলে বলা যায়। ভালোবাসার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তার মন জয় করা যায়। বন্ধুকে ঈদের ইসলামিক শুভেচ্ছা জানিয়ে ঈদের আনন্দ আরো বৃদ্ধি করে নেওয়া যায়। তাই ঈদ আসার পূর্বে অনেকেই শুভেচ্ছা স্ট্যাটাস গুলো অনুসন্ধান করে থাকেন। যাতে ঈদের দিনসহ ঈদের পূর্বেও এই ইসলামিক শুভেচ্ছা স্ট্যাটাস গুলো শেয়ার করা যায়।

” ধৈর্য্য ধরতে থাকুন,
সবাই আপনাকে ঠকালেও মহান রব আপনাকে কোনদিনও ঠকাবেননা !! ইনশাআল্লাহ !
~ঈদ মোবারক~

দোয়াতে এক ফোটা চোখের জল একদিন আপনার ভাগ্য বদলাতে পারে !! ইনশাআল্লাহ !
” ~ঈদ মোবারক~

আল্লাহ তুমি হও সহায় পাপী বান্দা আমরা সবাই,
তোমার কাছে আমাদের প্রার্থনা রমজানের রোজা শেষে,
ঈদুল ফিতরের আগের তুমি
মহামারি করোনাকে তুমি বিদায় দিছো।

রংধনু আসে রংঙের টানে, সুভাস আসে ফুলের টানে,
বন্ধু আসে বন্ধুত্বের টানে, মন ছুতে চায় মনের টানে,
ঈদ আসে খুশির টানে। অগ্রীম ঈদ মোবারক।

” সত্যিকারের সুদর্শন পুরুষ তো সেই,
যে বেপর্দা অভদ্র নারী দেখলেও আল্লাহর ভয়ে চোখের নিচে রাখে !!
~ঈদ মোবারক~

” ভালোবাসা কাকে বলে জানো ?
আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে অনুভব করি আমরা,
হ্যাঁ – এটাই হলো ভালোবাসা !
~ঈদ মোবারক~

” যদি অন্ধকারকে ভয় পাও, তাহলে কোরআন পড়ো !
একদিন অন্ধকার কবরে কোরআনই তোমাকে আলো দেবে !!
~ঈদ মোবারক~

জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে,
শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে,
আর বন্ধু বানাই কুরবানি ঈদের দাওয়াত দিয়ে

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।
ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।

মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
ঈদ মোবারক

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে,
✺ঈদ মোবারক ✺

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে আজকের এই আলোচনা থেকে আপনারা বাছাই করা এবং এ বছরের সেরা ইসলামিক ঈদ স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। স্ট্যাটাসের মাধ্যমেই একে অপরের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। অতএব এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ

Leave a Comment

Scroll to Top