ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ ফুর্তি, আমোদ, উৎসব ইত্যাদি। আর ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। অর্থাৎ ঈদুল ফিতর অর্থ হচ্ছে কঠোরতম সিয়াম সাধনা থেকে স্বাভাবিক জীবন ফিরে পাবার খুশি। ঈদুল ফিতরের দিন গরিব-মিসকিন ও অভাবী লোকদের মধ্যে শরিয়তের নির্ধারিত যে অর্থ বা খাদ্যবস্তু বিতরণ করা হয় তাকে বলে সদাকাতুল ফিতর।
অর্থাৎ ঈদের দিনে যেন কোন গরিব বা অসহায় ব্যক্তি এই উৎসব ও আনন্দ থেকে বিরত না থাকে তার জন্য এই ব্যবস্থা। পুরো বিশ্বের মুসলিম জাতির জন্য ঈদ হচ্ছে বার্ষিক সম্মেলন ও উৎসবের দিন। এই ঈদ প্রতিটা মুসলমানের জীবনে নিয়ে আসে আনন্দের মহাবার্তা, প্রেম-প্রীতি বিলাবার সুযোগ ও সকল ব্যথা বেদনা ভুলে, কল্যাণ ও শান্তি।
তাইতো প্রত্যেক মুসলিম ঈদের আনন্দকে গরিব, দুঃখী, অসহায়, বন্ধু,পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। ঈদ উপলক্ষে একে অপরের মাঝে উপহার ও দাওয়াত বিনিময় করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক মাধ্যমগুলোতে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করে থাকেন। তাই এই পোস্ট থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা মেসেজ ও ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করুন।
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
পবিত্র ঈদ পৃথিবীর সকল মুসলমানের জন্য বিশেষ একটি দিন। এই ঈদের দিনে ধনী-গরীব নির্বিশেষে সকলেই অনেক আনন্দ উল্লাস করে থাকেন। এবং নিজেদের আনন্দ কে অন্যদেরকে জানানোর উদ্দেশ্যে ও আনন্দকে ভাগাভাগি করার জন্য একে অপরের মাঝে শুভেচ্ছা বিনিময় করে থাকেন।
এজন্য হাজারো বাঙালি অনলাইনে এসে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস লিখে অনুসন্ধান করে থাকেন। যে স্ট্যাটাসের মধ্যে ঈদ নিয়ে হাজারো কথা উল্লেখ করা থাকে। এবং বিভিন্ন হাদিস ও ইসলামের কথা উল্লেখিত থাকে। তাই যারা এ বছরের সেরা ও বাছাই করা ঈদের শুভেচ্ছা ফেসবুক Status অনুসন্ধান করছেন। তারা নিচে প্রবেশ করে এখান থেকে সংগ্রহ করুন।
১.
সারা দেশে চলছে ঈদের উত্সব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
শুভেচ্ছা ঈদ মোবারাক।
২.
রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
“ঈদ মোবারাক”!
৩.
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।
এই ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
৪.
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
” ঈদ মোবারক ”
৫.
***চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক***
৬.
রংধনু আসে রঙের টানে সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্তের টানে মন চলে যায় মনের টানে,
ঈদ আসে খুশীর টানে -ঈদ মোবারাক
৭.
যেদিন দেখব ঈদের চাঁদ, খুশি মনে কাটবে রাত।
নতুন সাজে সাজব আজ, আজ হলো ঈদের দিন আনন্দে কাটবে সারাদিন।
ঈদ মোবারাক
৮.
দুরের মানুষ আসুক কাছে, কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে,নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
** ঈদ মোবারাক **
৯.
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে।
ঈদ মোবারক, শুভ হোক তোমার ঈদের দিন।
১০.
বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”
অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫
প্রতিবছর এই বিশেষ দিনকে একে অপরের সাথে খুশির মধ্য দিয়ে কা*টাতে অনলাইনে মধ্য দিয়ে অগ্রিম শুভেচ্ছা বার্তা ও মেসেজ শেয়ার করে থাকেন। পবিত্র ঈদ আসার পূর্বেই যারা নিকট আত্মীয়, বন্ধুবান্ধব ও পরিবারকে অগ্রিম শুভেচ্ছা জানাতে চাচ্ছেন। তারা চাইলে নিচ থেকে কয়েকটি বাছাই করা অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন।
১.
পৃথিবীর সকল মুসলিমদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
২.
সকল মুসলিম ভাই ও বোনের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
দীর্ঘ একমাস রোজার পর এলো খুশির ঈদ।
সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
৩.
মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন,
কাপড় চোপড় কিনে নিন, গরীব দুখির খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন,
ঈদ মোবারক এর অগ্রিম শুভেচ্ছা।
৪.
ভোর হলো দোর খোলো, চোখ মেলে দেখরে।
রোজা শেষ রোজা শেষ, চলে এলো রে।
নতুন জামা পড়বো রে, হাশিখুশি থাকবো রে,
ঈদ চলে এলো সবার দুয়ারে।
ঈদ মোবারক ঈদ মোবারক।
৫.
সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি
ঈদের অগ্রিম শুভেচ্ছা।
৬.
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে।
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে।
ঈদের অগ্রিম শুভেচ্ছা।
৭.
**রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদের অগ্রিম শুভেচ্ছা।
৮.
ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
ঈদের অগ্রিম শুভেচ্ছা।
৯.
**আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে,
” অগ্রিম ঈদ মোবারক”***
১০.
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম –
সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা
ঈদের শুভেচ্ছা এসএমএস ২০২৫
আমরা যে কথা মুখে বলে প্রকাশ করতে পারিনা। সে কথা খুব সহজেই আমরা এসএমএস এর মধ্য দিয়ে অন্যকে বুঝিয়ে দিতে পারি। ঠিক তেমনি প্রত্যেক মুসলমানের আনন্দের ও উৎসবের দিন কে কেন্দ্র করে যারা শুভেচ্ছা মেসেজ হিসেবে প্রিয়জন অথবা সমাজের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে চাচ্ছেন। তারা তাদের নিচ থেকে কয়েকটি বাছাই করা ও সেরা এসএমএস সংগ্রহ করতে পারেন।
১.
ঈদের দিনটি হোক সকলের জন্য শুভ হোক ও মঙ্গলময়,
ঈদের আনন্দে ভরে উঠুক সকলের জীবন।
২.
রোজার মাসের ত্যাগ স্বীকার করে এসেছে ঈদের আনন্দ।
ঈদ মোবারক!
৩.
ঈদের দিনটি হোক সকলের জন্য শুভ হোক মঙ্গলময়,
ঈদের আনন্দে ভরে উঠুক সকলের জীবন।
৪.
ঈদের দিনটি হোক সকলের জন্য নতুন সূচনার দিন,
ঈদের আনন্দে শুরু করুন নতুন জীবন।
৫.
ভোর হলো দুর চোখ খুলে দেখরে_
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_
ঈদ মোবারক
৬.
বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারও
ঈদ মোবারক গ্রহন করো..
৭.
ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ,
মুছে যাক সব বিসন্নতা আর দুঃখ।
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বৃন্দাবনে,
রেখে দিব তোমায় হৃদয়ের কোণে,
ঈদ মুবারাক।
৮.
চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায়।
ঈদ মোবারাক
৯.
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
১০.
***মেঘলা আকাশ মেঘলা দিন
ঈদের বাকি কিছু দিন
সবার মুখে ফুটবে হাসি
ফুল ফুটবে রাশি রাশি
নতুন সূর্য নতুন দিনে,
ঈদ কাটুক হাসি মনে***
ঈদের ফেসবুক শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫
বাংলাদেশের বেশির ভাগ নাগরিক ফেসবুক ব্যবহার করে থাকেন। এবং যেকোনো বিশেষ দিন উপলক্ষে ফেসবুকে শেয়ার করে থাকেন। এক্ষেত্রে অনেকেই পবিত্র ঈদের এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনকে কেন্দ্র করে ফেসবুকে বিভিন্ন বার্তা ও মেসেজ ও শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করে থাকেন। তাই ফেসবুকে প্রিয়জন ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে যারা একটি শুভেচ্ছা স্ট্যাটাস দিতে চাচ্ছেন। তারা এখান থেকে নিজেদের পছন্দমত বাছাই করে সংগ্রহ করতে পারেন।
০১.
ঈদের পায়েস, সেঁই, গরুর মাংসের আয়োজন চলছে ঘরে ঘরে।
ঈদের আনন্দে ভাগ বসুন সকলে
০২.
হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
০৩.
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
০৪.
স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
০৫.
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কা*টাবো সৃষ্টিতে!
খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে!
সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
“ঈদ মোবারক”!
০৬.
ঈদের দিনটি হোক সকলের জন্য শুভ হোক মঙ্গলময়,
ঈদের আনন্দে ভরে উঠুক সকলের জীবন।
ঈদ মোবারক!
০৭.
ঈদের নতুন জামাকাপড়ে সাজ সাজ রব,
ঈদের শুভেচ্ছায় মুখরিত সকল পরিবার।
ঈদ মোবারক!
০৮.
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
০৯.
ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি, যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ঈদের অভিনন্দন
১০
*পড়েছে আজ চাঁদের নজর, তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ, সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক***
রোজার ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৫
দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। রোজার দিন যত গড়ায় আনন্দের প্রস্তুতি ততটাই শুরু হচ্ছে। তবে ঈদের আনন্দের শুরুটা হয় একে অপরের মাঝে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে। মহান আল্লাহতালা এই দুনিয়াকে করেছেন বরকতম।
এবং মুসলমানদেরকে ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে রয়েছে মহান আল্লাহ তায়ালার বরকত। তবে যারা এ বছরের রোজা ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস অনুসন্ধান করছেন। তারা এখান থেকে এই বছরের বাছাই করা এবং ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করুন।
১.
ঈদের চাঁদ দেখা গেছে,
আকাশে ঝলমল করছে তারার আলো।
রোজার ঈদের শুভেচ্ছা জানাই সকলকে।
২.
রোজার মাসের ত্যাগ স্বীকার করে ঈদের আনন্দে মুখরিত সকল হৃদয়।
ঈদ মোবারক!
৩.
কিছু কথা না বলা থেকে যায়,কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু।
৪.
ঈদের নতুন জামাকাপড়ে সাজ সাজ রব,
ঈদের শুভেচ্ছায় মুখরিত সকল পরিবার।
৫.
ঈদের নামাজে মিলিত হবে সকল মুসলমান,
ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে প্রতিবেশী।
৬.
মন চাইছে কারো সাথে কথা বলি,
মন চাইছে কোনো প্রিয়জনকে স্মরণ করি,
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
“ঈদ মোবারক”
৭.
ঈদের শুভেচ্ছা জানাই সকলকে,
ঈদের আনন্দে ভেসে যান সকলে।
৮.
ঈদের দিনটি হোক সকলের জন্য ক্ষমার দিন,
ঈদের আনন্দে ভুলে যান সকল বিবাদ।
৯.
ঈদের দিনটি হোক সকলের জন্য নতুন সূচনার দিন,
ঈদের আনন্দে শুরু করুন নতুন জীবন।
১০.
ঈদের শুভেচ্ছা জানাই সকলকে,
ঈদের আনন্দে ভরে উঠুক পৃথিবী।
প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
পৃথিবীর প্রত্যেক মানুষ তার ভালোবাসার মানুষের কাছ থেকে সুন্দর একটি মুহূর্ত এবং সুন্দর সময়ের প্রত্যাশা করে থাকেন। এবং তার ভালোবাসার মানুষদের কাছ থেকে সবথেকে বেশি সারপ্রাইজ পছন্দ ও প্রত্যাশা করে থাকেন। কোন পুরুষ যখন নারীকে ভালোবাসে পৃথিবীর সব কিছুর বিনিময়ে তাকে আঁকড়ে ধরে রাখতে চেষ্টা করে। এবং প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলার চেষ্টা করে।
এক্ষেত্রে আপনাদের ভালবাসার মুহূর্তকে সুন্দর করতে আসছে আগামী ঈদুল ফিতর উপলক্ষে একটি শুভেচ্ছা মেসেজ এবং স্ট্যাটাস পাঠিয়ে দিতে পারেন। প্রেমিকাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও মেসেজ পাঠানোর দ্বারা হতে পারে আপনাদের দুজনের মুহূর্ত হতে পারে অনেক বেশি সুন্দর। তাই যে সকল ভাইয়েরা প্রেমিকার জন্য ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস অনুসন্ধান করছেন তারা নিচে লক্ষ্য করুন।
১.
চাঁদের আলোয় ঝলমল করছে পৃথিবী,
ঈদের আনন্দে মুখরিত সকল হৃদয়।
তুমি ছাড়া ঈদের আনন্দ অসম্পূর্ণ,
আমার প্রিয়তমা। ঈদ মোবারক!
২.
তোমার হাসি ঈদের চাঁদকেও হার মানায়,
তোমার স্পর্শে ঈদের আনন্দ দ্বিগুণ।
ঈদের শুভেচ্ছা আমার প্রিয়তমা।
৩.
ঈদের নতুন পোশাকে সুন্দর লাগছে তুমি,
তোমার মনের সৌন্দর্য্য ঈদের আনন্দকে করে তোলে আরও উজ্জ্বল।
ঈদ মোবারক!
৪.
তোমার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে না পারলে ঈদের আনন্দ অসম্পূর্ণ।
ঈদ মোবারক আমার প্রিয়তমা।
৫.
ঈদের চাঁদ যেমন আকাশে ঝলমল করে,
তেমনি তুমি আমার জীবনে আলো ছড়িয়ে দাও।
ঈদ মোবারক!
৬.
তোমার সাথে কা*টানো প্রতিটি ঈদ স্মরণীয়,
এবারের ঈদ হোক আরও আনন্দময়।
ঈদ মোবারক আমার প্রিয়তমা।
৭.
ঈদের শুভেচ্ছা আমার প্রিয়তমা।
তোমার হাসি ঈদের চাঁদের চেয়েও সুন্দর,
তোমার ভালোবাসা ঈদের আনন্দকে করে তোলে আরও মধুর।
৮.
যেদিন পৃথিবীতে চাঁদ সূর্য কিছু উঠবে না।
সেদিন তুমি জানতে পারবে আমি আর তোমায় ভালোবাসি না।
কারণ সেদিন তো আর পৃথিবী থাকবে না তো ভালোবাসি কিভাবে বাসবো।
“ঈদ মোবারক”
৯. ঈদের পায়েসের মিষ্টি তোমার মিষ্টি হাসির চেয়েও কম,
ঈদের আনন্দ তোমার ভালোবাসার চেয়েও ক্ষণস্থায়ী।
ঈদ মোবারক!
১০.
ঈদের শুভেচ্ছা আমার প্রিয়তমা।
তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ,
তোমাকে ছাড়া ঈদের আনন্দ অসম্পূর্ণ।
প্রবাসীদের জন্য ঈদের শুভেচ্ছা
পরিবার ছাড়া ঈদ মানেই হৃদয় বিদারক কষ্টকর একটি বিষয়। আর হাজারও বাংলাদেশী নাগরিক বছরের-পর-বছর বিদেশে অবস্থান করার কারণে পরিবারের সাথে ঈদ আনন্দ উৎসব পারে না। শুধুমাত্র পরিবারের সুখের বিনিময়ে হাজারো বাংলাদেশী নাগরিক প্রবাসী হিসেবে বসবাস করছেন। তাই র*ক্তের চেয়েও বেশি দামি প্রবাসী ভাইদের ঘাম, কেননা তাদের ঈদের দিনেও নেই বিশ্রাম।
বাংলাদেশী এই যোদ্ধাদের জানাই হাজারো ঈদের শুভেচ্ছা। অতএব যে সকল বাংলাদেশী নাগরিক তার পরিবারের এবং আত্মীয়-স্বজনের মধ্যে থেকে প্রবাসে বসবাস করছেন। এবং তাদের জন্য ঈদের শুভেচ্ছা সংগ্রহ করতে চাচ্ছেন তারা নিজ থেকে কয়েকটি শুভেচ্ছা মেসেজ ও স্ট্যাটাস সংগ্রহ করুন।
ঈদের চাঁদ দেখা না গেলেও,
আপনাদের হৃদয়ের আলো দিক সকলের জীবনে আলো।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলে আপনাদের প্রবাসের বেদনা কিছুটা হলেও কম হবে।
ঈদ মোবারক!
প্রবাসের ত্যাগ স্বীকার করে আপনারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ঈদের দিনটি আপনাদের জন্য হোক আনন্দ,
শান্তি ও সমৃদ্ধির।
ঈদ মোবারক
ঈদের দিনেও প্রবাসীরা পায়না বাবার বুক
লুকিয়ে কাঁদে কেউবা আবার মুছে নিজের চোখ।
*** ঈদ মোবারক***
প্রিয় প্রবাসী ভাই-বোনেরা,
ঈদের আনন্দে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
দূর দেশে পরিবার-পরিজন ছেড়ে থাকলেও
ঈদের আনন্দে আপনারা ভাগ বসিয়ে নিলে আমাদের ঈদ আরও আনন্দময় হবে।
ঈদ মোবারক!
র*ক্তের চেয়েও বেশি দামি প্রবাসী ভাইদের ঘাম
ঈদের দিনেও তাদের নেই যে বিশ্রাম
ভাবো তোমরা মহা সুখে-
আসলেই কি তাই?
ঈদের দিনটিও যে তাদের ক্যালেন্ডারে নাই?
কে বলেছে প্রবাসীদের ঈদ নেই? প্রবাসীদের ও ঈদ আছে।
ঈদ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীদের ঈদ হয়ে যায়।
বুকে কষ্ট, মুখে হাসি
এরই নাম প্রবাসী।
** ঈদ মোবারক**
প্রিয়জন ছাড়া ঈদ সত্যিই খুবই কষ্টের!!
পৃথিবীতে প্রবাসের কষ্টটা একটু অন্য ধরনেরই
সবাইকে ঈদের শুভেচ্ছাি
এই ঈদে আল্লাহ আপনাকে সর্বোত্তম রিজিক দান করুন।
দেশ বিদেশে সকল বাবা মা ভাই বোনকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
প্রিয় প্রবাসী ভাই-বোনেরা,
আপনাদের ত্যাগের কারণেই দেশ আজ এতটা এগিয়ে।
ঈদের দিনটি আপনাদের জন্য হোক আত্মিক প্রশান্তি ও সুখের।
ঈদ মোবারক!
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে আমাদের এই পোস্ট থেকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। এছাড়াও প্রবাসীদের জন্য উল্লেখ করা ঈদুল ফিতরের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করতে পেরেছেন। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করুন। ধন্যবাদ