মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম 2025, facebook status bangla

মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম 2025, facebook status bangla

বছরের অন্যান্য দিনে যেমন নফল নামাজ আদায় করা হয় ঠিক সেভাবেই শবে বরাতের রাত্রিতে নারী পুরুষ উভয়কেই একই নিয়মে নামাজ আদায় করতে হয়। প্রকৃতপক্ষে শবে বরাতের নামাজ আদায়ের উপলক্ষে আলাদা কোন নামাজের নিয়ম নেই। তবে অনেকেই এই নামাজের নিয়ম জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকেন।

পবিত্র শবে বরাত প্রত্যেক মুসলমানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি রাত। পুরো বিশ্ব জুড়ে খুবই জাকজমকপূর্ণ ভাবে এই শবে বরাতের রাত পালিত হয়। তবে অনেক মহিলা রয়েছেন যারা শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চান। অতএব এই পোস্ট থেকে মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জেনে নিন।

মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম

এই শবে বরাত কে আমরা ভাগ্য রজনীর রাত, সৌভাগ্য পূর্ণ রাত ও মুক্তির রাত বলে থাকি। এছাড়াও এই লাইলাতুল বরাতের রাত্রিকে জাহান্নাম থেকে মুক্তির রাত অথবা ভাগ্য লিপিবদ্ধ করণের রাতও বলতে পারি। এই রাতে নারী পুরুষ উভয়েই দুই রাকাত দুই রাকাত করে অন্যান্য দিনের মত নফল নামাজ আদায় করতে পারেন।

প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করে যে কোন সূরা মিলিয়ে দ্বিতীয় রাকাতে একই নিয়মে সম্পন্ন করে রুকু সিজদা দিয়ে নামাজ আদায় করা যায়। অর্থাৎ পুরুষ ও মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম এর মধ্যে কোনো পার্থক্য নেই। তবে বেশ কিছু সতর্কতা রয়েছে যেটা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মহিলাদের শবে বরাতের নামাজ পড়ার নিয়ম

এ বছর ২০২৪ সালের ২৫ শে ফেব্রুয়ারি শবে বরাত পালিত হবে। যেখানে বাংলাদেশসহ অন্যান্য দেশে খুবই জাকজমকপূর্ণ ভাবে শবে বরাত পালিত হবে। এই লাইলাতুল বরাতের রাত্রিতে অন্যান্য দিনের তুলনায় বেশি বেশি নফল নামাজ আদায় করা হয়। কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন জিকিরে মনোনিবেশ করা হয়।

ঠিক একই ভাবে এই ইবাদতগুলো করার ক্ষেত্রে নারী ও পুরুষের ভিন্ন রকম কোনো পার্থক্য নেই। মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম এর মধ্যে অন্যান্য নামাজের মত নিয়ত করবে, সুরা ফাতেহা পাঠ করবে, তার সাথে অন্য যে কোন সূরা মিলাবে। যথা নিয়মে রুকু সিজদা দিবে, আত্তাহিয়াতু দুরুদ ও দোয়ায়ে মাসুরা শেষে সালাম ফিরাবে।

মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ত

এ রাতের নফল নামাজের নিয়ত অন্তরেই পরিপূর্ণ হয়ে যায়। তবে নামাজ শুরু করার পূর্বে আল্লাহু আকবার বলে অবশ্যই নামাজের নিয়ত করতে হবে। নামাজের নিয়ত আপনি বাংলাতে মুখে বলতে পারেন অথবা আরবিতে করতে পারেন। তবে আরবিতে ততটা জরুরি নয়। অতএব আরবিতে নিয়ত হচ্ছেঃ

  • নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

মহিলাদের শবে বরাতের নামাজ কত রাকাত

নারী-পুরুষের ক্ষেত্রে শবে বরাতের নামাজের কোন নির্দিষ্ট রাকাত নেই। যে কোন মহিলার সাধ্য অনুযায়ী শেষ শবে বরাতের নামাজ আদায় করবে। তার নামাজ আদায় তালিকা ২০ রাকাত হতে পারে, ৪০ রাকাত হতে পারে এমনকি ১০০ রাকাত পর্যন্ত হতে পারে। তবে সব থেকে উত্তম শবে বরাতের নামাজে দীর্ঘ সময় নিয়ে রুকু এবং সিজদা করা।

মহিলাদের শবে বরাতের নামাজের সতর্কতা

শবে বরাতের নামাজ আদায়ের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অথবা পুরুষদের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে। এ রাতের ইবাদত অন্য সকল ফরজ ইবাদতের থেকে অধিক ফজিলতপূর্ণ না মনে করা। নফল এবাদত হচ্ছে অতিরিক্ত ইবাদত। এবং শবে বরাতের নামাজের সময় সঠিক আদায় ও প্রশান্তি সহ মহিলাদের নামাজ পড়া উচিত।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে এই পোস্ট থেকে আপনারা মহিলাদের শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তবে প্রকৃতপক্ষে নারী ও পুরুষের ক্ষেত্রে শবে বরাতের নামাজের আলাদা কোন নিয়ম নেই। আজ ২৫শে ফেব্রুয়ারি শবে বরাত পালিত হবে। তাই এই পোস্ট আপনার আশেপাশের ব্যক্তিদের কে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ

Leave a Comment

Scroll to Top