প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়, love status bangla

বাঙালি জাতি হচ্ছে বীরের জাতি। যা ১৯৫২ সালে পাকিস্তানি শাসকের হাত থেকে বাংলা ভাষাকে মুক্ত করতে এবং বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে গড়ে তুলেছিল এক আন্দোলন। যে আন্দোলনের মধ্য দিয়ে  বাঙালি জাতি বাংলা ভাষাকে অর্জন করে নেয়। তবে এই ভাষা আন্দোলনের সময় অনেক বাঙালি নিহত হয়েছিলেন।

তাদের আত্মত্যাগের কথা স্ম*রণ করে বাংলাদেশে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি শ*হীদ দিবস হিসেবে পালন করা হয়। আর এই শ*হীদ দিবসকেই মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশ সহ পুরো বিশ্ব। বাঙালি জাতি আমাদের ভাষাকে ১৯৫২ সালে র*ক্তের বিনিময়ে অর্জন করতে পারলেও পুরো বিশ্ব স্বীকৃতি দেয় আ*ত্মত্যাগের ৪৭ বছর পর অর্থাৎ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।

ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পর পূর্বে ১৯৫৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশেই মাতৃভাষা দিবস পালিত হয়ে এসেছিল। কিন্তু ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ার পর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় এই বিষয়টি অনেকেই জানেন না। তাই এই আলোচনা থেকে আপনাদের অনুসন্ধান করা তথ্যটি সম্পর্কে বিস্তারিত জানুন।

প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়

১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশের এই মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। অতএব ১৯৯৯ সালে স্বীকৃতি পাওয়ার পর পুরো বিশ্বব্যাপী ২০০০ সাল থেকে এই মাতৃভাষা দিবস পালিত হয়।

অর্থাৎ ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO এর ১৮৮ টি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয়। যা আজ পর্যন্ত যা দুপুরবে সে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন অনুষ্ঠান এবং শ্রদ্ধার সাথে পালন করা হয়। আসছে চলতি বছর ২০২৪ সালের ২১শে ফেব্রুয়ারি ২৪ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হতে যাচ্ছে।

কোন সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?

২১শে ফেব্রুয়ারি জাতীয় শ*হীদ দিবস পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। সর্ব প্রথম ১৯৫৩ সালে মাতৃভাষা দিবস পালন করা হয় শ*হীদদের সম্মানে। এবং ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এবং ২০০০ সাল থেকে পুরো বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

শেষ কথা

কত সাল থেকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় এই তথ্য সম্পর্কে অনেক বাঙালি সঠিক জানেন না। তবে আজকের আলোচনায় আমরা ইতিমধ্যে সঠিক তথ্য এখানে উল্লেখ করেছি। আশা করছি এই পোস্ট থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি এই পোস্ট আপনার কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Leave a Comment

Scroll to Top