প্রতিবছর বাংলাদেশসহ আন্তর্জাতিকভাবে বিশ্বের সকল দেশেই ৮ই মার্চ নারী দিবস পালন করা হয়। ১৮৫৭ সালের নারী শ্রমিকদের প্রতিবাদের পর থেকে ১৯১১ সালে ১৯ মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। এবং বাংলাদেশের 1971 সালের সর্বপ্রথম নারী দিবস পালিত হয়।
আর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। সারা বিশ্বেই এরপর থেকে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। মূল ঘটনা ছিল ১৮৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহরের সুতা কারখানার নারী শ্রমিকরা মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ, এবং কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
তারপর থেকে আন্তর্জাতিক নারী দিবস পালনের একমাত্র মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সমাজের সব স্তরের নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা। তাই বছর ২০২৪ সালের আগামী ৮ মার্চ উপলক্ষে যারা অনলাইনে এসে বিশ্বের সকল নারীদের সম্মানে নারী দিবস নিয়ে উক্তি অনুসন্ধান করছেন। তারা এই পোস্ট থেকে বিশ্বের সবথেকে সুন্দর এবং বাছাই করা নারী দিবস নিয়ে বাণী, নারী নিয়ে উক্তি ও স্ট্যাটাস সংগ্রহ করুন।
নারী দিবস নিয়ে উক্তি
একটি সমাজের কেন্দ্রবিন্দুতে নারীর অবস্থান এক কথায় বলে শেষ করা যাবে না। প্রতিটি সমাজে নারীর ভূমিকা অপরিসীম। এমনকি ইসলাম নারীদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে মা হিসেবে। এছাড়াও মহানবী (সা.) বলেন, ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত’। আর বর্তমান আধুনিকতার যুগে নারীরা বেশ এগিয়ে। শিক্ষা ক্ষেত্রে কর্ম ক্ষেত্রে সকল দিক বর্তমান যুগে দিয়ে নারীর ভূমিকা অপরিসীম।
তবে নারীর প্রতি সন্মানে, তাদের অধিকার আদায়ে, তাদের মর্যাদা প্রতিষ্ঠায় এবং ভালোবাসায় যুগে যুগে হাজারো কবি এবং বিখ্যাত ব্যক্তিগণ নারী দিবস নিয়ে উক্তি আখ্যায়িত করে গিয়েছেন। যে উক্তিগুলোর মধ্য দিয়ে খুব সহজে নারী দিবস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাই নারী দিবস নিয়ে বাণী ও নারী নিয়ে উক্তি সংগ্রহ করতে সম্পূর্ণ পোস্ট দেখু*ন।

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি,
চির কল্যাণকর
তার অর্ধেক করেছে – নারী
আর অর্ধেক নর।
নারী যদি স্বপ্ন দেখতে পারে,
তাহলে সে অর্জনও করতে পারে।
রবীন্দ্রনাথ ঠাকুর
নারী জাতির অগ্রগতিই মানব জাতির অগ্রগতি।”
কাজী নজরুল ইসলাম
নারীকে ভালোবাসো, নারীকে সম্মান করো,
কারণ নারীই জীবনের মূল।
বেগম রোকেয়া
নারী পুরুষের সমান অধিকারী,
কারণ নারীও মানুষ।
কাজী নজরুল ইসলাম
নারী হতাশার কারণ নয়, নারী আশার প্রতীক।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নারীর শিক্ষাই জাতির শিক্ষা।
আজ আন্তর্জাতিক নারী দিবসে,
তোমাকে জানাই অভিনন্দন,
তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি,
তোমার সুখ সমৃদ্ধি হোক চিরস্থায়ী।
আন্তর্জাতিক নারী দিবসের উক্তি
শুধু বাংলাদেশেই নয়, ভারত সহ পৃথিবীর সকল দেশেই নারী দিবস পালন করা হয় ৮ই মার্চ। আগামী ৮ই মার্চ বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হতে যাচ্ছে। নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে ও নারীদের সম্মান এবং তাদের ভালোবাসা প্রকাশে যে সকল ব্যক্তিরা উক্তি অনুসন্ধান করছেন। তারা এই পোস্ট থেকে বিখ্যাত সকল ব্যক্তিদের উক্তি সংগ্রহ করুন।
নারীদের সম্মান করতে শেখো,
কারণ তাদের ছাড়া
আমাদের জীবন অসম্ভব হয়ে পরবে। – শুভ নারী দিবস
নারী শিক্ষিত হলে,
পরিবার আলোকিত হয়,
সমাজ উন্নত হয়,
দেশের অগ্রগতি হয়
তিনি আমার বাবাকে খুব ভালবাসেন..
আমাদের যত্ন নেন..
সংসার তাঁকে ছাড়া অচল হয়ে পরে…
তিনি-ই আমার দেখা সবচেয়ে সবল নারী..
হ্যাপি ওমেনস ডে মা
নারী তুমি সৃষ্টির জননী,
তুমিই জীবনের ধারক ও বাহিকা।
তোমার কোলেই জন্মে, বেড়ে ওঠে মানুষ,
তোমার স্নেহে ভরে ওঠে সংসার।
নারী হল ঈশ্বরের সৃষ্টি,
তার মধ্যে লুকিয়ে আছে,
অসীম শক্তি ও সম্ভাবনা,
তার প্রতি শ্রদ্ধা জানাও,
তার মূল্যবোধ বুঝতে শেখো।

নারী-পুরুষ সমতা,
সমাজের ভিত্তি,
সকলের জন্য ন্যায়বিচার,
সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা।
নারী দিবস নিয়ে বাণী
১৮৫৭ সালের সুতা কারখানার নারী শ্রমিকেরা আন্দোলনে ও প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নারীদের সম্মাননা ও মর্যাদা প্রতিষ্ঠায় ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। তবে সময় পরিবর্তনে একসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
তবে অনেক ব্যক্তি রয়েছেন এ নারী দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের বাণী অনুসন্ধান করে থাকেন। যে সকল বাণী গুলোর মধ্যে নিহিত রয়েছে নারী দিবস উপলক্ষে বিভিন্ন সম্মাননা, অধিকার আদায়ের কথা ও আন্দোলনের কথা। এবং নারীদের সম্মানের ভালোবাসার কথা। তাই সব থেকে সেরা এবং বাছাই করা নারী দিবস নিয়ে বাণী সংগ্রহ করতে নিচে প্রবেশ করুন।
নারী হলো আলোর কিরণ, যে আলোকিত করে পুরো পরিবার, পুরো সমাজ।”
নারীর সাহস, নারীর ত্যাগ, নারীর ভালোবাসা – এই সবই বিশ্বকে টিকিয়ে রাখে
নারীকে শিক্ষিত করো, কারণ শিক্ষিত নারীই গড়ে তুলতে পারে সুন্দর সমাজ।“
নারীর ক্ষমতায়ন, সমাজের উন্নয়ন।
সমতায় বিশ্বাস, নারীর অগ্রগতির আশ্বাস।
সাহসী নারীর পদক্ষেপ, সমাজের বদলের অনুপ্রেরণা।
নারীর শিক্ষা, জাতির উন্নতির মূল চাবিকাঠি।
নারীর অধিকার, সকলের দায়িত্ব।
তুমিও সমান অধিকারের দাবিদার, তোমারও আছে স্বপ্ন দেখার অধিকার।
তুমিও পারো উঁচুতে উড়তে, তুমিও পারো সৃষ্টি করতে নতুন ইতিহাস।
নারী নিয়ে উক্তি
বাংলাদেশে সর্বপ্রথম নারী দিবস পালিত হয় ১৯৭১ সালে। পরবর্তীতে ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সকল দেশে এই দিনটি পালন করা হয়। তবে যারা নারী নিয়ে বিভিন্ন ধরনের উক্তি অনুসন্ধান করছেন। তারা এখান থেকে নারী নিয়ে সকল ধরনের উক্তি পেয়ে যাবেন।
তোমাদের সব স্বপ্ন সফল হোক,
ইচ্ছা গুলো হোক পূরণ।
তোমরা হয়ে উঠো পাহাড় প্রমান উঁচু।
— হ্যাপি ওমেনস ডে
মা, বোন, স্ত্রী অথবা কন্যা,
যে রূপেই হোক না কেন,
নারীর প্রেম …
পুরুষের প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ ও পবিত্র

বিশ্বের সব বড় মানুষেরাই
তাঁদের সাফল্যর জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা
এবং উৎসাহের কথা বলেছেন।
তোমাদের সব স্বপ্ন সফল হোক,
উচ্চাশা হোক পূরণ…
তোমরা হয়ে উঠো পাহাড় প্রমান উঁচু..
হ্যাপি ওমেনস ডে
নারীর কোলে পৃথিবীর সুখ,
তার আঁচলে স্নেহের ঝর্ণা,
তার স্পর্শে জীবন পূর্ণ,
তার অস্তিত্ব অমূল্য।
তোমাদের সব স্বপ্ন সফল হোক,
ইচ্ছা গুলো হোক পূরণ।
তোমরা হয়ে উঠো পাহাড় প্রমান উঁচু।
হ্যাপি ওমেনস ডে
নিজের আত্মবিশ্বাসের ওপর
নির্ভর করে এগিয়ে চলো নারী!
বিশ্বের প্রত্যেকটি নারীকে
আন্তর্জাতিক নারী দিবসের
শুভেচ্ছা জানাই।
নারী শুধু স্ত্রী বা মাতা নয়,
সে সমাজের স্তম্ভ,
তার শক্তি অমিত,
তার সাহস অদম্য।
শেষ কথা
আশা করতেছি এই পোস্টটি থেকে ইতিমধ্যে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। এবং আপনাদের কাঙ্খিত অনুসন্ধান করার তথ্যটি যথাযথ সংগ্রহ করতে পেরেছেন। তবে আজকের আলোচনায় নারী দিবস নিয়ে উক্তি সব থেকে সেরা এবং বাছাই করে আপনাদের জন্য উল্লেখ করা হয়েছে। অতএব এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অন্যদেরকে শেয়ার করুন। ধন্যবাদ